মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, বিপদ–দুর্ঘটনা মানুষের জীবনের একটি অংশ। তবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। দেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত না থাকায় নাগরিকরা রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত হচ্ছেন। গতকাল বৃহস্পতিবার কোতোয়ালী থানা জামায়াতের আয়োজনে ২০ নং দেওয়ান বাজার ওয়ার্ডের বালুয়ার দীঘি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কোতোয়ালী থানা জামায়াতের আমীর আমির হোছাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মোস্তাক আহমদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, দেওয়ান বাজার ওয়ার্ড আমীর অ্যাডভোকেট আনোয়ার সা’দত, সেক্রেটারী শাহকামাল হাসান, আবদুল মতিন, শেখ আহমদুর রহমান চৌধুরী, নুরু মিয়া, শহীদুল ইসলাম, তাওহীদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।