অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানি পাচ্ছেন পাকা দোকানঘর

নির্মাণ করে দিচ্ছেন রাউজানের পৌর মেয়র

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১৯ জুলাই, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

গত ১৬ জুলাই মালামালসহ দোকান ঘর পুড়ে নিঃস্ব হয়ে গরীর মোহাম্মদ অবসারকে নতুন দোকান ঘর নির্মাণ করে দেয়ার ঘোষনা দিয়েছেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। গতকাল ১৮ জুলাই সোমবার তিনি পৌরসভার ৮নং ওয়ার্ডের দলিলাবাদ পুড়ে যাওয়া দোকান ভিটা দেখেন। দোকানদার ও এলাকাবাসীর সাথে বলে ক্ষয়ক্ষতির খবর নেন।

স্থানীয়রা জানায় আবসার পরিবারের একমাত্র উপর্জনকারী। মালামালসহ দোকানঘরটি পুড়ে তার অন্তত দশ লাখ টাকা ক্ষতি হয়েছে। মেয়র ক্ষতিগ্রস্ত ব্যক্তির প্রতি সমবেদনা জানিয়ে বলেন রাউজানের এমপি ফজলে করিম চৌধুরীর পক্ষে তিনি পুড়ে যাওয়া দোকানঘরটি পাকা করে দেবেন।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর জানে আলম জনি, যুবলীগ নেতা সাবের উদ্দিন, আবু সালেক, মোহাম্মদ আলমগী, ফকিরহাট কাপড় ব্যবসায়ী সমিতির নেতা সাদেকুজ্জমান শফি, ছাত্রলীগ নেতা শাখাওয়াত হোসেন পিবলু, বেলাল হোসেন সিফাত, মোহাম্মদ মিজান, মোহাম্মদ আবির প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া বড়লিয়ার ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি অনুমোদন
পরবর্তী নিবন্ধসিএমপি কমিশনার হিসেবে যোগ দিলেন কৃষ্ণ পদ রায়