অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে স্বেচ্ছাসেবক লীগের সহায়তা

| রবিবার , ২৯ মে, ২০২২ at ৮:৫৭ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম নগরীর ৩৮নং ওয়ার্ডের দক্ষিণ মধ্যম হালিশহরের ধুমপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে শুক্রবার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে মহানগর স্বেচ্ছাসেবক লীগ। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের নেতৃত্বে মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের আগুনে ক্ষতিগ্রস্ত এলাকাটি পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ৭৫টি পরিবারের মাঝে আর্থিক, গৃহস্থালি পণ্য ও বস্ত্র দিয়ে মানবিক সহায়তা প্রদান করেন।

সহায়তা প্রদানের আগে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নগর স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি সুজিত দাশ ও সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম হাসান মুরাদ, সহসভাপতি আবু নাসের, কার্য নির্বাহী সদস্য মোহাম্মদ সালামত আলী, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, যে কোন মানবিক বিপর্যয়ে স্বেচ্ছা সেবা দিতে সদা প্রস্তুত মহানগর স্বেচ্ছাসেবক লীগ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
পরবর্তী নিবন্ধসিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সফিকুল মান্নানের ইন্তেকাল