চট্টগ্রামের অক্সিজেন থেকে হাটহাজারী– নাজিরহাট– ফটিকছড়ি–রাউজান ও খাগড়াছড়ি–রাঙ্গামাটি পার্বত্য জেলা যাওয়ার একমাত্র সড়কটি বর্তমান প্রেক্ষাপটে প্রশস্ত না হওয়ার কারণে প্রতিনিয়ত যানজট লেগেই আছে। তাতে জন–জীবনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গুরুত্বপূর্ণ এই জেলাগুলিতে দেশের লক্ষ–লক্ষ মানুষের–বিভিন্ন কারণে যাতায়াত করতে হয়।
প্রতিনিয়ত যদি এই যানজটের কারণে–দুর্ভোগ পোহাতে হয় তাহলে বন্দরনগরী চট্টগ্রমের যাতায়াতে সেই পুরাতন কালের কথাই মনে করিয়ে দেয়। সুতরাং দেশের বৃহত্তর স্বার্থে–বন্দরনগরী চট্টগ্রামের রাস্তাঘাটের উন্নয়নে যথাযথ কর্তৃপক্ষের সুনজর কামনা করছি।
মুহাম্মদ আবু ছৈয়দ চৌধুরী
পোর্ট কানেক্টিং রোড, নিমতলা, বন্দর, চট্টগ্রাম।