বকেয়া বেতনের দাবিতে নগরীর অঙিজেন মোড়ে এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে আল আমিন গার্মেন্টস নামের পোশাক কারখানাটির শ্রমিকরা এ সড়ক অবরোধ করেন। এতে চারিদিকে যানজট তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে মালিকপক্ষ শ্রমিকদের বেতন দেয়ার আশ্বাস দেওয়ার পর শ্রমিকরা রাস্তা থেকে সরে যান।
শিল্প পুলিশের এস আই সুফিয়ান বলেন, আল আমিন গার্মেন্টেসের কিছু শ্রমিকের দুই মাসের বেতন বকেয়া ছিল। বেতনের দাবিতে শ্রমিকরা সকাল থেকেই কাজ বন্ধ রাখেন। এরপরও মালিকপক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে তারা রাস্তায় নামেন। অঙিজেন মোড়ে অবস্থান নিলে যানবাহন চলাচলে কিছটুা বিঘ্ন ঘটে। শ্রমিকরা ৩০ মিনিটের মতো রাস্তায় অবস্থান করে। পরে মালিকপক্ষ শ্রমিকদের বেতন দেয়ার আশ্বাস দিলে তারা সড়ক থেকে সরে যান।