অক্সিজেন বঙ্গবন্ধু এভিনিউ সড়ক সংস্কারের দাবি

| শনিবার , ১৫ জানুয়ারি, ২০২২ at ১১:২০ পূর্বাহ্ণ

নগরীর অক্সিজেন বঙ্গবন্ধু এভিনিউ থেকে কুয়াইশ কাপ্তাই সংযোগ সড়ক পর্যন্ত ২ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে গতকাল শুক্রবার বিকেল ৩টায় অক্সিজেন চত্বরে মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পাঁচলাইশ ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কফিল উদ্দিন খান। বক্তব্য রাখেন বায়েজিদ থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, এসএম আবুল কাশেম, এম. ইউনুছ, আলমগীর টিপু, মো. ইসমাইল, এসএম নজরুল ইসলাম, মনজুরুল আলম, এসএম রিদুয়ান, আ স ম মঈনুল ইসলাম মনি, আবু জাহেদ, মো. সেলিম, এসএম দিদার, শওকত আলী সোহেল, মো. জামশেদ, মিরো চৌধুরী, শেখ আমিনুল রহমান সুমন, মো. সোহেল মুছা, আইয়ুব আলী রুবেল, ইসমাইল রোবেল, মো. জাহেদ, আব্দুল কাইয়ুম, মো. সেলিম, মো. আলমগীর, সৈয়দ মো. রিজভী, সাইফুল ইসলাম, মো. জোবাইর হোসেন প্রমুখ।
এতে বক্তারা বলেন, বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। সারাদেশে প্রধানমন্ত্রী উন্নয়ন করে যাচ্ছেন। অথচ দীর্ঘ ৮ বছর ধরে অক্সিজেন বঙ্গবন্ধু এভিনিউ সড়কে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। দীর্ঘদিন ধরে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। এই সড়কে রয়েছে আন্তর্জাতিক মানের হাসপাতাল, মহিলা কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়, কামিল মাদ্রাসা, সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেনসহ অজস্র মানুষের যাতায়াত। খুব শিগগিরই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশীতার্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান
পরবর্তী নিবন্ধনারী শ্রমিক ট্রেড ইউনিয়ন জেলা কমিটির সম্মেলন