অক্সিজেন থেকে রাঙ্গুনিয়ার আ. লীগ নেতা আটক

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৭:০৩ পূর্বাহ্ণ

নগরীর অক্সিজেন মীনা বাজার এলাকা থেকে মো. আইয়ুব নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র‌্যাব। গত শুক্রবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব৭ জানিয়েছে, রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা মডেল ইউনিয়নের আদর্শ গ্রামের বাসিন্দা আইয়ুব রাঙ্গুনিয়া থানা আওয়ামী লীগের সহসভাপতি। গত বছরের ১৫ সেপ্টেম্বর দণ্ডবিধির বিভিন্ন ধারায় রাঙ্গুনিয়া থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার পরবর্তী আইয়ুবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

পূর্ববর্তী নিবন্ধসোহরাব কোম্পানি
পরবর্তী নিবন্ধপিআর পদ্ধতির নির্বাচন সকলের জন্য কল্যাণকর হবে : অধ্যক্ষ হেলালী