অক্সিজেন-কুয়াইশ সড়ক বেহাল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৬ জুলাই, ২০২১ at ৫:০৩ পূর্বাহ্ণ

নগরীর অক্সিজেন-কুয়াইশ সড়কের অবস্থা বেহাল। প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচলের এই রাস্তাটিতে এখন যান চলাচল দায় হয়ে উঠেছে। জরুরিভিত্তিতে সংস্কার না হলে পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠবে।
স্থানীয় সূত্র জানিয়েছে, নগরীর অনন্যা আবাসিক এলাকার ভিতর দিয়ে গড়ে তোলা অক্সিজেন থেকে কুয়াইশ পর্যন্ত রাস্তাটি দিনে দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাস্তাটি দিয়ে প্রতিদিন অক্সিজেন থেকে কুয়াইশ, হাটহাজারীর বুড়িশ্বরসহ রাউজানের বিস্তৃত এলাকার হাজার হাজার মানুষ চলাচল করে। রাস্তার পাশে রয়েছে এভারকেয়ারের মতো আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল। রয়েছে প্রোবেলের মতো আন্তজাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান। রাস্তাটির ব্যবহার দিনে দিনে ব্যাপকহারে বৃদ্ধি পেলেও এখন যান চলাচল কঠিন হয়ে পড়েছে। বিশাল বিশাল খানাখন্দে ভরা সড়কটি। গর্তে পড়ে গাড়ি নষ্ট হওয়া অনেকটা প্রাত্যহিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
ওদিকে অক্সিজেন কুয়াইশ সড়ক চার লেনে উন্নীত করার একটি প্রকল্প গ্রহণ করেছে সিডিএ। নগরীর ছয়টি রাস্তার উন্নয়ন ও সম্প্রসারণে সিডিএ প্রকল্পটি গ্রহণ করেছে। কিন্তু প্রকল্পটি বাস্তবায়ন শুরু হয়নি। তবে এই প্রকল্পের আশায় রাস্তাটির স্বাভাবিক সংস্কার কাজ বন্ধ রয়েছে। ফলে দিন দিন রাস্তাটির অবস্থা আরো শোচনীয় হয়ে উঠছে বলে প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সংশ্লিষ্ট একজন প্রকৌশলী রাস্তাটি নষ্ট হয়ে যাওয়ার কথা স্বীকার করে বলেছেন, বৃহৎ পরিসরে কাজ শুরু করা না গেলেও অন্তত স্বাভাবিক রক্ষনাবেক্ষন দরকার।

পূর্ববর্তী নিবন্ধঢাকা গিয়েই টিকা নিতে হবে সৌদি-কুয়েতগামী কর্মীদের?
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা