অক্সিজেন শীতলঝর্ণা আবাসিক এলাকায় বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের (অভিভাবকহীন মাতা–পিতার আশ্রয়স্থান) উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার নেতা রোটারিয়ান আমিনুল হক বাবু। প্রধান অতিথি বলেন, ডিজিটাল যুগে যখন মানুষ নিজ ঘরে থাকা পিতা–মাতার খবর নেই না এই কঠিন সময়ে গোলাম রব্বানীর মত মানুষ ঠিকানা বিহীন বাবা মায়ের জন্য ঠিকানার ব্যবস্থা করেছেন। এই মানবিক মানুষ জমি এবং ঘর দিয়ে দিয়েছেন। এর চেয়ে বড় ইবাদত আর কিছু হতে পারে না। তিনি এই বৃদ্ধাশ্রমের পাশে সকল মানুষকে সাধ্যমত এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বৃদ্ধাশ্রমের ভূমিদাতা ইউছুফ আহমেদের সভাপতিত্বে এবং রোটারেক্টর গিয়াসউদ্দিনের সঞালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শওকত হোসেন, আঞ্জুমান মুফিদুল ইসলামের সহকারী পরিচালক আবু নাসির, সাংবাদিক দিদারুল ইসলাম, লায়ন আবু হাসান, রোটারিয়ান দিদারুল আলম, রোটারিয়ান ইলিয়াস, আবদুস সবুর। প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা গোলাম রাব্বায়ানির মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। প্রেস বিজ্ঞপ্তি।