চট্টগ্রাম নগরীতে ১৯৮ ইয়াবাসহ মোঃ দেলোয়ার হোসেন প্রঃ বাদল (৩৬) ও মোঃ ওয়াসিম (৪০) নামে ২ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বায়েজিদ থানা পুলিশ।
বুধবার (৩১ জানুয়ারি) নগরীর অক্সিজেন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
থানা সূত্রে জানা যায়, বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড়স্থ আক্সিজেন কেন্দ্রিয় জামে মসজিদ সংলগ্ন মির্জা কাবাব হাউজের সামনে চলাচলের রাস্তার উপর হতে মোঃ দেলোয়ার হোসেন প্রঃ বাদল ও মোঃ ওয়াসিমকে আটক করা হয়।
পরে তাদের হেফাজত হতে ১৯৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ৩১ জানুয়ারি (বুধবার) জব্দ করা হয়।
গ্রেফতার মোঃ দেলোয়ার হোসেন চট্টগ্রাম নগররের বায়েজিদ বোস্তামী থানা এলাকার মিন্টু মিয়ার পালকের ছেলে ও মোঃ ওয়াসিম একই থানাধীন মৃত নুরুল ইসলামের ছেলে।
বায়েজিদ বোস্তামী থানা ওসি সনজয় কুমার সিনহা বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।