নগরের অক্সিজেন মোড়স্থ আলী বিন আবি তারিফ (রাঃ) ইন্টারন্যাশনাল মাদ্রাসায় মিজবাহ উদ্দিন জিহান (১৫) এক ছাত্র আত্মহত্যা করেছে। গতকাল সকালে মাদ্রাসার বাথরুমে গলায় গামছা পেঁচিয়ে ওই ছাত্র আত্মহত্যা করে। জিহান সাতকানিয়া আমিলাইশ উনুকুল এলাকার মো. শফিকুল ইসলাম ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ওই ছাত্রকে হাসপাতালে আনেন মাদ্রাসা শিক্ষক আনিছুর রহমান। পুলিশ জানায়, ওই শিক্ষক জানিয়েছে অজ্ঞাত কারণে মাদ্রাসার বাথরুমে গামছা দিয়ে গলায় ফাঁস দেয় জিহান।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মাদ্রাসা শিক্ষক আনিছুর রহমানের মোবাইলে একাধিকবার ফোন করলে মোবাইল বন্ধ পাওয় যায়।