অক্সিজেনে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শাখা উদ্বোধন

| সোমবার , ২৪ অক্টোবর, ২০২২ at ১০:৩৬ পূর্বাহ্ণ

শরীয়াহ্‌ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে কমপ্যাক্ট স্কয়ার (মায়ের দোয়া), অক্সিজেন-কুয়াইশ সড়ক, বঙ্গবন্ধু এভিনিউ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বায়েজিদ বোস্তামী, চট্টগ্রামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২০০তম শাখা হিসেবে অক্সিজেন শাখা গতকাল উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী উক্ত শাখার উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ, চট্টগ্রাম উত্তরের আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণের আঞ্চলিক প্রধান মোহাম্মদ কামাল উদ্দিন, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, অক্সিজেন শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মফিজুল আলম, কম্প্যাক্ট প্রপার্টিজের চেয়ারম্যান খুরশেদ আলম, শীতলঝর্ণা স্টার হাউজিং আবাসিক কল্যাণ সমিতির সভাপতি মো. জসিম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্‌ফিলের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআরেক আসামির জামিন না মঞ্জুর
পরবর্তী নিবন্ধচিরকুট লিখে অষ্টম শ্রেণি পড়ুয়া প্রেমিকাকে নিয়ে গেল প্রেমিক