অক্সিজেনে নাতে রসুল (সা.) প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

| সোমবার , ৬ ডিসেম্বর, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

আলো ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শিক্ষক মাহবুবুর রহমানের নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা অক্সিজেনস্থ অরবিট ক্রেডিট স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে গত ২ ডিসেম্বর কলেজের চেয়ারম্যান আমিরুল হক ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কলামিস্ট ড. অধ্যাপক মাসুম চৌধুরী। তিনি বলেন, বতর্মান প্রজন্মকে জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, যৌতুকপ্রথা ও নারীর প্রতি এসিড নিক্ষেপ থেকে বিরত রাখতে শিক্ষক মাহবুবুর রহমানের নাতে রাসুল (সা.) প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান বক্তা ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, লায়ন জানে আলম, প্রভাষক মুজাহিদুল ইসলাম, অরবিট স্কুলের অধ্যক্ষ এস এম আমিন, শিক্ষক রাশেদুল ইসলাম, তাইফুল ইসলাম, সাইফুদ্দীন বাবুল, সাজ্জাদ হোসেন চৌধুরী, শিক্ষক লায়ন মো. মাহবুবুর রহমান, আজগর আলী প্রমুখ। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সভাপতির সমাপনীতে বলেন, নাতে রাসুল (সাঃ) আরো বেশী বেশী প্রচার করতে পারলে দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিজনেস ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড জিতলো স্ট্যান্ডার্ড ব্যাংক
পরবর্তী নিবন্ধখালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য অবিলম্বে বিদেশ পাঠান