নগরের অক্সিজেন মোড় এলাকা থেকে মো. আল আমিন (২৮) নামে অস্ত্র মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব–৭। গত শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত আমিন নোয়াখালীর কবিরহাট থানার উত্তর ল্যামছি এলাকার করিমুল হুদার ছেলে।
র্যাব এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ আগস্ট রাউজান থানায় দায়ের হওয়া অস্ত্র মামলার (মামলা নং–১৯) প্রধান আসামি ছিল আমিন। গোপন সংবাদে তার অবস্থানের তথ্য জানতে পেরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রাউজান থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।