মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের শীর্ষ তিন থেকে প্রথমবারের মতো ছিটকে পড়েছে অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। খবর বিডিনিউজের।
টাইমস ও সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইড ২০২৬ অনুযায়ী, টানা দ্বিতীয় বছরের মতো লন্ডন স্কুল অব ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স প্রথম স্থান অধিকার করেছে। এরপর রয়েছে সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় এবং ডারহাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান তৃতীয়।
ইনডিপেন্ডেন্ট লিখেছে, অঙফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় যুগ্মভাবে চতুর্থ স্থানে রয়েছে, যা এ গাইডের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষালয় দুটিকেই শীর্ষ তিনের বাইরে ঠেলে দিয়েছে। গত বছর অঙফোর্ড ছিল তৃতীয় এবং কেমব্রিজ ছিল চতুর্থ। গত বছরই লন্ডন স্কুল অব ইকোনমিঙ চতুর্থ স্থান থেকে উঠে প্রথম হয়েছিল, আর সেন্ট অ্যান্ড্রুজ ছিল দ্বিতীয়, যার ফলে অক্সফোর্ড ও কেমব্রিজ দুটোই একধাপ নিচে নেমে গিয়েছিল।
পঞ্চম স্থান থেকে তৃতীয়তে উঠে আসা ডারহাম বিশ্ববিদ্যালয়কে এবার ইউনিভার্সিটি অব দ্য ইয়ার ২০২৬ হিসেবে ঘোষণা করা হয়েছে। টাইমস ও সানডে টাইমস গুড ইউনিভার্সিটি গাইডের সম্পাদক হেলেন ডেভিস বলেন, অত্যন্ত প্রতিযোগিতামূলক শীর্ষ দশের তালিকায় ডারহাম এক বছরে দুই ধাপ এগিয়েছে, যা গুরুত্বপূর্ণ অর্জন।
আর তাতে গুড ইউনিভার্সিটি গাইডের ইতিহাসে প্রথমবার শীর্ষ তিন থেকে অঙফোর্ড ও কেমব্রিজ ছিটকে পড়েছে। শিক্ষণের গুণগত মান এবং শিক্ষার্থীর অভিজ্ঞতার উন্নতির ফলে এ বছর প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিক পারফরমেন্সের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।