অক্সফোর্ডের টিকা নিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

| বুধবার , ২৪ মার্চ, ২০২১ at ৮:৫৩ পূর্বাহ্ণ

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসের টিকা নিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন। বিদেশ ভ্রমণের আগে গতকাল মঙ্গলবার তিনি টিকা নিলেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী জুনে জি-সেভেন সম্মেলনের জন্য যুক্তরাজ্য সফরের প্রস্তুতি হিসেবে সিউলে নিজের অফিসের পাশের একটি কমিউনিটি ক্লিনিকে করোনাভাইরাসের টিকা নেন ৬৮ বছর বয়সী মুন। এক বিবৃতিতে তার অফিস জানিয়েছে, জুনে যুক্তরাজ্য সফরে মুনের স্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সু হুনসহ নয়জন সহযোগী যাবেন। এ কারণে তারাও করোনাভাইরাসের টিকা নিয়েছেন।
গতকাল মঙ্গলবার বিভিন্ন কেয়ার হসপিটাল ও নার্সিং হোমে প্রায় ৩ লাখ মানুষকে
করোনাভাইরাসের টিকা দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। তাদের মধ্যে ৬৫ বছর বয়সী কিংবা তার চেয়ে বেশি বৃদ্ধ এবং স্বাস্থ্যকর্মীরা রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধমুখে খাওয়ার করোনা টিকা আসছে?
পরবর্তী নিবন্ধসুপারমার্কেটে গোলাগুলি যুক্তরাষ্ট্রে পুলিশসহ নিহত ১০