উইমেন’স বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স লরা উলভার্টকে এনে দিতে পারে স্বীকৃতি। ‘আইসিসি প্লেয়ার অব দা মান্থ’– এর সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। অক্টোবরের সেরার লড়াইয়ে তার সঙ্গে আছেন ভারতের সহ–অধিনায়ক স্মৃতি মান্ধানা ও অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার। মাস সেরার লড়াইয়ে থাকা নারী ও পুরুষ ক্রিকেটারদের নাম বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে আইসিসি। ছেলেদের সংক্ষিপ্ত তালিকায় আছেন তিন স্পিনার– পাকিস্তানের নোমান আলি, দক্ষিণ আফ্রিকার সেনুরান মুথুসামি ও আফগানিস্তানের রাশিদ খান।












