লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম সার্ভিস কমপ্লেক্সে ‘মানবতায় মানব সেবায়’ এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের মাসব্যাপী অক্টোবর সার্ভিস ক্লোজিং প্রোগ্রাম ক্লাব প্রেসিডেন্ট লায়ন আবদুর রব শাহীনের সভাপতিত্ব ও ক্লাব সেক্রেটারি লায়ন বাবুল কান্তি লালার পরিচালনায় অনুষ্ঠিত হয়। অতিথি ছিলেন লায়ন জেলা ৩১৫ বি৪, বাংলাদেশের ডিস্ট্রিক্ট জিএসটি কো-অরডিনেটর লায়ন জি কে লালা এবং এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোসলেহ উদ্দিন খান।
বক্তব্য দেন, রিজিওন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) লায়ন তপন কুমার দত্ত, রিজিওন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) লায়ন রাজিব সিনহা, রিজিওন চেয়ারপার্সন ও লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, জোন চেয়ারপার্সন লায়ন সাধন কুমার ধর, ক্লাবের প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন এম সোহেল খান, জয়েন্ট সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী, জয়েন্ট ট্রেজারার লায়ন নাজমুল শাকের, ক্লাব ডিরেক্টর লায়ন লিটন কান্তি দত্ত, লায়ন অরুণ পালিত ও লিও ক্লাব চিটাগংয়ের প্রেসিডেন্ট লিও শাহারিয়ার কবির।
লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের ইতিহাস ও ঐতিহ্যের কথা স্মরণ করে লায়ন জি কে লালা বলেন, একমাস সময়ও এ ক্লাবের অক্টোবর সার্ভিসের জন্য যথেষ্ট নয়। এ ক্লাবে সেবা কার্যক্রমের শুরু আছে, সমাপনী বলে কিছু নেই। লায়ন মোসলেহউদ্দিন খান বলেন, লিওদের অপরিসীম সহযোগিতায় লায়ন্স ক্লাবের সেবা কার্যক্রমে গতি আসে, প্রাণ প্রায়। তাই লিওদের সত্যিকারের নেতা হিসেবে গড়ে তুলতে সম্ভাব্য সকল প্রকার সুযোগ-সুবিধা নিশ্চিতের নিশ্চয়তা প্রদান করেন। তিনি অভূতপূর্ব সেবা পরিচালনার জন্য ক্লাব নেতৃবৃন্দকে এলসিআইএফ এর পিন পরিয়ে সম্মাননা প্রদান করেন।
লায়ন তপন কান্তি দত্ত ক্লাবের সেবা কার্যক্রমে সমন্বিত প্রয়াস এবং স্বচ্ছতা জবাবদিহিতা ও সিস্টেমেটিক এপ্রোচের প্রতি গুরুত্বারোপ করেন। লায়ন রাজিব সিনহা লিওদের ঐকান্তিকতা ও মানবিকতার ভূয়সী প্রশংসা করে বলেন, সেবা কার্যক্রমে লিওদের অবদান অনবদ্য। আমার বাবা প্রাক্তন জেলা গভর্নর লায়ন পি আর সিনহা দীর্ঘ ১৩ বছর যাবৎ ক্লাবের লিও অ্যাডভাইজার ছিলেন। আমি তাঁরই সন্তান। লিওদের সুনাগরিক ও আদর্শবান নেতা হিসেবে তৈরির জন্য অতীতের মতো ভবিষ্যতেও সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখতে লায়ন্স ক্লাব সভাপতির হাতকে শক্তিধর করার প্রচেষ্টা চালাবো।
লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের সেবা কার্যক্রমে লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের গুরুত্ব পরিধি তুলে ধরে কমপ্লেক্স চেয়ারম্যান ও রিজিওন চেয়ারপার্সন লায়ন ডা. গোপাল ভট্টাচার্য করোনা পরবর্তী নিদারুণ বাস্তবতায় এই সেবা প্রতিষ্ঠানকে সচল করার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। সভায় অক্টোবর সেবামাস কর্মসূচির অফিসিয়াল ক্লোজিং উপলক্ষে ক্লাবের প্রথম ভাইস প্রেসিডেন্ট লায়ন এম সোহেল খান ক্লাব সভাপতি বরাবরে পঞ্চাশ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।
সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট লায়ন শহীদুল ইসলাম, ডিরেক্টর লায়ন মহাদেব ঘোষ, লিও ক্লাব অব চিটাগংয়ের ডিরেক্টর আবদুল্লাহ আলী হাসান, লিও ডিরেক্টর রাহুল লালা, ভাইস প্রেসিডেন্ট লিও অদিতি বড়ুয়া, লিও মুনতাসীর, সেক্রেটারি লিও সাইফ, লিও বাঁধন, লিও নওসিন, লিও নবী, লিও রিয়া, লিও কাশফিয়া, লিও রনি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।