অক্টোবর মাস জুড়ে কর্মসূচি নিয়ে সরব থাকবে নগর আ. লীগ

আগ্রাবাদে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা পূর্ব সমাবেশ নির্বাচন সামনে রেখে স্বাধীনতা বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে : নাছির

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ অক্টোবর, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

অক্টোবর মাসব্যাপী নানান সাংগঠনিক কর্মসূচি নিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে। তারই অংশ হিসেবে প্রাথমিকভাবে ৮ দিনব্যাপী নগরীর ৬টি স্পটে সমাবেশ এবং শান্তি ও উন্নয়ন শোভা যাত্রা কর্মসূচি পালন করছে মহানগর আওয়ামী লীগ। গতকাল পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আগ্রাবাদে শান্তি ও উন্নয়ন শোভা যাত্রা পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শান্তি ও উন্নয়ন শোভা যাত্রা পূর্ব সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, আমরা সহ্যের সীমার মধ্যে থেকেই রাজপথ দখল করে আছি। আমরা গণতন্ত্র রক্ষায় কারো সাথে সংঘাতে যেতে চাই না। তবে এটাও ঠিক জ্বালাও পোড়াও করে বিএনপিজামায়াত আবার রাজপথে সাধারণ মানুষের জানমাল বিনষ্ট করবে তা আমরা হতে দিতে পারি না। জনগণ আমাদের সাথে আছে। জনগণকে সাথে নিয়েই স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপিজামাতকে রাজপথে প্রতিহত করবো। তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের একটি কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতি পাড়া মহল্লায় স্বাধীনতা বিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠার জন্য নানান ফন্দি ফিকির করছে। তাদের এই ষড়যন্ত্র নস্যাৎ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম মহানগরের আওতাধীন সবগুলো আসন উপহার দিতে হবে।

গতকাল বৃহস্পতিবার বিকেলে আগ্রাবাদস্থ ডাল্লার মাঠ থেকে শান্তি ও উন্নয়ন শোভা যাত্রা পূর্ব সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতা বিরোধী অপশক্তি মাথাচারা দিয়ে উঠার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে পাড়ামহল্লায় সচেতনতা সৃষ্টি করতে হবে। নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা টানা ১৪ বছর ক্ষমতায় থেকে বাংলাদেশকে যে উচ্চতায় উন্নীত করেছেন তা অনেকের কাছে ঈর্ষনীয়, তাই নানাভাবে ষড়যন্ত্র চলছে।

তিনি আরো বলেন, ২০৩০ সালে বাংলাদেশকে সম্পূর্ণ দারিদ্র বিমোচন ও ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে ধাপে ধাপে প্রচেষ্টা চলমান রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা বিশ্ববাসী এক কথা জানলেও আমাদের ব্যর্থতা একটাই আমরা দেশবাসীকে এই সাফল্যের বার্তা পৌঁছে দিতে পারিনি।

নগরীর ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩৬ ও ৪৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সমন্বয়ে শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি ও উন্নয়ন শোভা যাত্রায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাজী মো. হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, নির্বাহী সদস্য হাজী দোস্ত মোহাম্মদ, সাইফুদ্দিন খালেদ বাহার, নজরুল ইসলাম বাহাদুর, কামরুল হাসান বুলু, রোটারিয়ান মো. ইলিয়াছ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅপ্রয়োজনীয় সিজারিয়ান বন্ধে নীতিমালার আলোকে ব্যবস্থা নিতে হাই কোর্টের নির্দেশ
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস আজ