কাল থেকে পুরো অক্টোবর মাস জুড়ে চট্টগ্রামে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উদযাপন করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে সিএসসিআর ও পিজিএস একাডেমিয়া যৌথ উদ্যোগ নিয়েছে। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নেতৃত্ব দিচ্ছে এ কার্যক্রমে। এ উদ্যোগে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয়েছে বেসরকারি চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিকাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়া।
১ অক্টোবর বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হবে। এতে অংশগ্রহণ করবেন চট্টগ্রামের বিশিষ্ট নাগরিক, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক–চিকিৎসক–নার্স ও কর্মকর্তা–কর্মচারীবৃন্দ, সিটি কর্পোরেশনের শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের সদস্যরা, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার প্রতিনিধি এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা। উদ্বোধনী দিনে দুপুর ১টা ৩০ মিনিটে সিএসসিআর ভবনের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও কনসালটেশন কর্মসূচি। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে এ সেবার উদ্বোধন করবেন।
অক্টোবর মাসজুড়ে প্রতি শনিবার, সোমবার ও বুধবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত সিএসসিআরে মহিলাদের জন্য বিনামূল্যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং ও পরামর্শ সেবা চালু থাকবে। নিবন্ধিত রোগীরা সংশ্লিষ্ট পরীক্ষাসমূহে পাবেন ৫০ শতাংশ ছাড়। নিবন্ধনের জন্য সিএসসিআরের দ্বিতীয় তলার হেল্প ডেস্কে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। মাসব্যাপী চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং করপোরেট বা সামাজিক সংগঠনে আয়োজন করা হবে সচেতনতামূলক সভা ও প্রদর্শনী। বিতরণ করা হবে ব্রেস্ট ক্যান্সার বিষয়ে তথ্যবহুল সচেতনতামূলক লিফলেট। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে ব্রেস্ট ক্যান্সার প্রতীকী রঙে আলোকসজ্জা করা হবে, যা পুরো অক্টোবর মাসব্যাপী চলমান থাকবে। সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সুপারিশে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ১০ জন রোগীর পূর্ণাঙ্গ চিকিৎসা সিএসসিআর হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।












