অক্টোবরে ভ্রাম্যমাণ আদালতে রাজস্ব আদায় ৩০ লাখ টাকা

চট্টগ্রাম ওয়াসা

| মঙ্গলবার , ১ ডিসেম্বর, ২০২০ at ১০:৫১ পূর্বাহ্ণ

বিগত অক্টোবর মাসে চট্টগ্রাম ওয়াসায় নিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফার নেতৃত্বে মহানগরীর বিভিন্ন স্থানে পানির অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ, বকেয়া আদায়, অবৈধভাবে পানি বিক্রি বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে মোট ২৯ লাখ ৭৩ হাজার ৩৬৭ টাকা রাজস্ব আদায় এবং সংশ্লিষ্ট আইনে মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় বিল বকেয়া থাকায় ২৫টি পানির সংযোগ বিচ্ছিন্ন এবং ৬টি অবৈধ গভীর নলকূপ সাময়িকভাবে বিচ্ছিন্ন করে লাইসেন্স’র আওতায় আনা হয় এবং লাইসেন্স নবায়ন ফি আদায় করা হয়। চট্টগ্রাম ওয়াসার পক্ষ থেকে মোবাইল কোর্টের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিচ্ছিন্নভাবে টেকসই উন্নয়ন অর্জন করা সম্ভব নয়
পরবর্তী নিবন্ধএসডিএসের পাবলিক স্পিকিং বিষয়ক প্রতিযোগিতার ফাইনাল