অক্টোবরে টিকা রপ্তানি শুরু করবে ভারত

| মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০২ পূর্বাহ্ণ

ছয় মাস বন্ধ রাখার পর আসছে অক্টোবর থেকে আবার টিকা রপ্তানি শুরুর ঘোষণা দিয়েছে ভারত। ভারতের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মন্দাভিয়া সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন। এনডিটিভি লিখেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার ঠিক আগের দিন টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা তোলার এ ঘোষণা এল। খবর বিডিনিউজের। প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মোদীর আলোচনায় টিকা প্রসঙ্গও উঠবে বলে ধারণা করা হচ্ছে। সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় হিমশিম খাওয়া ভারত এ বছরের এপ্রিলে টিকা রপ্তানি বন্ধ করে দেয়। ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশ বিপাকে পড়ে। বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদক দেশ ভারতের ওই সিদ্ধান্ত বিশ্বজুড়ে টিকা সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলে।

পূর্ববর্তী নিবন্ধকিশোর ফুটবলার সৃষ্টির কারখানা মাদারবাড়ি শোভনীয়া ক্লাব
পরবর্তী নিবন্ধব্রিটেনের সাথে সামরিক সংলাপ বাতিল করলো ফ্রান্স