অক্টোবরে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবি

ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

| সোমবার , ৯ অক্টোবর, ২০২৩ at ১০:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত বলেছেন, অক্টোবরের মধ্যেই ঘোষণা অনুযায়ী জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন করতে হবে। অন্যথায় নভেম্বরে ঢাকায় মহাসমাবেশ ও নতুন কর্মসূচি আসবে।

গত শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম উত্তর জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে শ্যামল কুমার পালিত এ কথা বলেন।

চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইন্দু নন্দন দত্তের সভাপতিত্বে এবং মহানগর যুব ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. রুবেল পালের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক অ্যাড. নিতাই প্রসাদ ঘোষ, রতন আচার্য্য, ডা. তপন কান্তি দাশ, বিশ্বজিৎ পালিত, সুমন কান্তি দে, মিনু রাণী দেবী, কাউন্সিলর নিলু নাগ, পুলক খাস্তগীর, রুমকি সেনগুপ্ত, সুকান্ত দত্ত, ডা. বিধান মিত্র, রমাকান্ত সিংহ, রিমন মুহুরী, অধ্যাপক শিপুল কুমার দে, ডা. রতন নাথ, অলক দাশ, বিপুল কান্তি দত্ত, বিমল চন্দ্র নাথ, সুভাষ সরকার, অশোক চক্রবর্তী, বিশ্বজিৎ মজুমদার, কাজল লোধ, অরবিন্দু পাল অরুন, প্রণব সাহা, জয়া বল তপু, বীণা মজুমদার, প্রদীপ কুমার দাশ প্রমুখ।

বক্তারা সরকারি দলের ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী অর্পিত সম্পত্তি আইন যথাযথ বাস্তবায়ন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন ও বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, পাবর্ত্য শান্তি চুক্তির যথাযথ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এছাড়াও সমাবেশে আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয় এবং দুর্গোৎসব চলাকালীন কর্মসূচিদানে বিরত থাকার জন্য রাজনৈতিক দলসমূহের প্রতি আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেরাগী মোড়ে এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকোনো অপশক্তি বঙ্গবন্ধু কন্যাকে দমাতে পারবে না
পরবর্তী নিবন্ধপ্রবীণ সাংবাদিক শীলব্রত বড়ুয়ার পরলোকগমন