সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন, চাঁদের পনের দিন যেমন আলো থাকে তেমনি পনের দিন থাকে অন্ধকার, নদীর এক কুল ভাঙে আরেক কুল গড়ে, সকালে যদি জোয়ার থাকে বিকেলে হয় ভাটা। আপন মানুষ পর হয়, পর মানুষও অনেক সময় একান্ত আপন হয়ে যায়, বন্ধু হয় দুশমন শত্রু হয় প্রিয়জন এটাই বাস্তব এটাই সত্যি, তেমনি সত্যি আমার প্রিয় দৈনিক আজাদী। চলার পথে অনেকের ভালোবাসার অকৃত্রিম বন্ধু এই আজাদী। প্রতিদিন যদি একবার হাতে নিই মনে হয় এর চাইতে নিকট আর কিছু নয়। জানার জন্য, দেখার জন্য সঠিক তথ্য নির্ভর এই পত্রিকাটি আমার অন্তরের সাথে একতাবদ্ধ। একজন সাধারণ পাঠক হিসেবে, একজন অল্প জানা মানুষ হিসেবে আমার যেটুকু জানার প্রয়োজন আগে ও পরের সংবাদ সবই আজাদী খুললেই দেখি, পড়ি। আমার লিখার অনুপ্রেরণা। এ পত্রিকার সাথে জড়িত অনেক সংবাদকর্মীরাও আমার অনেক সৃষ্টিশীল ও সৃজনশীল কাজের সহযোগী। তাই মনে হয় আজাদী শুধু একটা কাগজ নয় এটা পুরো চট্টলাবাসীর অন্তর্নিহিত শক্তির উৎস, আত্মার বন্ধন। আজাদী যুগ যুগ ধরে তার প্রকাশনায় এগিয়ে যাক এটাই সতত কামনা।