বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী ফাতেমা তাবাসসুম তাসফিয়া (১৩) গত বুধবার রাত ৩টা ১০ মিনিটের সময় ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহি…রাজেউন)।
সে বাঁশখালী মিনজিরীতলা নিবাসী শাহসূফী মোজাহের আহমদের (রহ.) নাতনি ও মাওলানা সফিক উল্লাহর প্রথম কন্যা। উল্লেখ্য, সে দীর্ঘ ৩ বছর দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিল। তার নামাজে জানাযা গতকাল বৃহস্পতিবার বাদে যোহর মিনজিরীতলা সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে মাওলানা হারুনুর রশিদ নূরীর ইমামতিত্বে অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে আ’লা হযরত ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রিজভি, সেক্রেটারি আ.ন.ম তৈয়্যব আলী, অর্থ সম্পাদক এরশাদ খতিবী গভীর শোক প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।