অকার্যকর ও নিষ্ক্রিয় ট্রেড গ্রুপ ও টাউন এসোসিয়েশনের ক্ষেত্রে স্থগিতাদেশ

চট্টগ্রাম চেম্বারের নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট । বাকি নির্বাচন প্রক্রিয়া যথানিয়মে চলমান থাকবে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

বাণিজ্য মন্ত্রণালয়ের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের মাধ্যমে কিছু নিষ্ক্রিয় ও অকার্যকর ট্রেড গ্রুপ এবং টাউন অ্যাসোসিয়েশনকে চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেয়া হচ্ছেএমন অভিযোগ এনে হাইকোর্টে রিট করেছেন হারবিস কনভার্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বেলাল। গতকাল বুধবার হাই কোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আশিফ হাসান সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে কোর্ট এই বিষয়ে একটি রুল জারি করেন এবং একটি অন্তর্বর্তীকালীন আদেশের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড অর্গানাইজেশন১ এর উপসচিব কর্তৃক ৪ সেপ্টেম্বরের জারিকৃত স্মারকের কার্যকারিতা স্থগিত করেন। মূলত ওই স্মারকে উল্লেখ করা হয়েছিল, ট্রেড গ্রুপের চট্টগ্রাম মিল্ক ফুড ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স গ্রুপসহ যেসকল টাউন এসোসিয়েশন নির্ধারিত সময়ের মধ্যে সদস্যপদ নবায়ন করেছে, তাদের নির্বাচনে সুযোগ দিয়ে নির্দেশনা দেয়া হয়। গতকালের আদেশের ফলে এই নির্দেশনা স্থগিত করা হয়েছে।

এখানে উল্লেখ্য, এর আগে গত ১৫ জুলাই চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক বাণিজ্য মন্ত্রণালয়ের প্রেরিত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বাণিজ্য মন্ত্রণালয় ২০ আগস্ট ট্রেড গ্রুপ ও এসোসিয়েশনকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিতে নির্র্দেশনা প্রদান করেছিল।

রিটকারী আইনজীবী ব্যারিস্টার সাইফুল আলম চৌধুরী বলেন, রিটে আমরা বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ‘বেআইনি ও স্বেচ্ছাচারী’ পদক্ষেপের মাধ্যমে নিষ্ক্রিয়, অকার্যকর ও বিতর্কিত ট্রেড গ্রুপ এবং টাউন অ্যাসোসিয়েশনসমূহকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়ার বিষয়টি চ্যালেঞ্জ করি। আমাদের রিটের প্রেক্ষিতে হাইকোর্ট রুল জারি করেন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিগত ৪ সেপ্টেম্বরের স্মারকটি গত ১৫ জুলাইয়ের চট্টগ্রাম চেম্বারের তদন্ত প্রতিবেদন ও ২০ আগস্টের স্মারক মতে অকার্যকর ও নিষ্ক্রিয় ট্রেড গ্রুপ ও টাউন এসোসিয়েশনের ক্ষেত্রে স্থগিতাদেশ দেন। হাইকোর্ট বলেছেন, বাকি নির্বাচন প্রক্রিয়া যথানিয়মে চলমান থাকবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় নানার বাড়ির কার্নিশে মিলল স্কুল ছাত্রের লাশ
পরবর্তী নিবন্ধসেন্টমার্টিনে ডিসেম্বর-জানুয়ারিতে পর্যটকদের রাত্রিযাপনের অনুমতি