ইসলামিক ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন, গণতান্ত্রিক সমাজের মূল চালিকাশক্তি হচ্ছে নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়েই জনমতের প্রতিফলন ঘটে। তাই এ মুহূর্তে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে-এমনটিই প্রত্যাশিত সকল অংশীজনের নিকট।
অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, কর্মসংস্থানের ক্ষেত্র সংকুচিত হয়ে অভিশপ্ত বেকারত্ব বৃদ্ধি পাবে। নাগালে থাকবে না ক্রয়ক্ষমতা। হ্রাস পাবে বিশ্ববাণিজ্য। সুতরাং নির্বাচনপূর্ব প্রেক্ষাপটে কোনো ধরনের অবাঞ্ছিত সহিংসতা জনগণের নিকট কাম্য নয়। আর যদি এমনটি হয় তাহলে আবারও লক্ষ্যভ্রষ্ট হবে রাজনীতি।
ইসলামিক ফ্রন্ট চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রাসঙ্গিক ভাবনা’ শীর্ষক সভায় তারা এ কথা বলেন। নগর সভাপতি এইচ এম মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্টের চেয়ারম্যান আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফ্রন্টের মহাসচিব শাইখুল হাদিস, অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন, আল্লামা কাজী মুহাম্মদ জসিম উদ্দিন।
এ এম মঈনুদ্দিন চৌধুরী হালিম সঞ্চালনায় উপস্থিত ছিলেন সৈয়দ মুহাম্মদ জসিম উদ্দিন তৈয়বী, অধ্যক্ষ নুরুল আমিন, মমতাজ উদ্দিন হোসাইনি, খান এ সবুর, আবদুর রহমান মান্না, অধ্যক্ষ জাকের আহমদ সিদ্দিকী, লোকমান মেম্বার, মাষ্টার আনোয়ারুল আজিম, মাওলানা বশির আহমদ, আলম রাজু, নুর মুহাম্মদ আলকাদেরী, স ম শহীদুল হক ফারুকী, মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, অধ্যাপক মুহাম্মদ জয়নুল আবেদীন জিহাদি, স ম শওকত আজীজ, মোজাম্মেল হোসেন, আহমদ রেজা, জামাল উদ্দিন, ফরিদ উদ্দিন, কাউসারুল ইসলাম সোহেল, তাওহিদ মুরাদ সুমন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।