অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। বসন্ত উৎসব উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ শহিদুল আলম চৌধুরী। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহ. প্রধান শিক্ষক কবিতা চৌধুরী, অভিভাবক সদস্য মোহাম্মদ রাশেদ কামাল, শিক্ষক প্রতিনিধি ফেরদৌস পারভিন ও শিক্ষকবৃন্দ। সভাপতি মোহাম্মদ শহিদুল আলম চৌধুরী বসন্ত উৎসব উপলক্ষে বিদ্যালয়ে আয়োজিত মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। প্রেস বিজ্ঞপ্তি।