অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা গত বুধবার সকাল ১১ টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহ. প্রধান শিক্ষক কবিতা চৌধুরী। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ বিদ্যালয় পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী। সভায় বক্তব্য রাখেন অভিভাবক সদস্য মোহাম্মদ রাশেদ কামাল, শিক্ষক প্রতিনিধি ফেরদৌস পারভিন। সভায় অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরীকে অত্র বিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। মতবিনিময় সভা সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী সুলতানা ইয়াসমিন। প্রেস বিজ্ঞপ্তি।