অংক হল বিশাল সাগর জ্ঞানী হবার মূল
অংক যদি না জানা হয় পাবে না তো কূল।
অংক শেখায় সত্য সঠিক মিথ্যা নয় এক চুল
যোগ বিয়োগে কম হলে ঠিক হবে মহা ভুল।
সাতে পাঁচে হয় যে বারো, ভেবো না নয় ছয়
গুণ ও ভাগে কমবে দেখো জড়তা আর ভয়।
নিয়ম মেনে সূত্র জেনে বীজগণিতও মিলে
ভারী মাথা হালকা যে হয় শান্তি আসে দিলে।
জ্যামিতিতে রেখা কোণে প্রমাণ যদি আসে
অংক তখন ডংকা বাজায় কলম যেন হাসে।
এই পৃথিবীর সব কিছুতেই অংক আছে ধাঁধাঁ
অংক জেনে সামনে যেতে থাকবে না আর বাধা ।