দক্ষিণ আফ্রিকা সফররত বাংলাদেশ দলের অল রাউন্ডার সাকিব আল হাসানের মা, শ্বাশুড়ি এবং তিন সন্তান সহ পাঁচজন হাসপাতালে।
খবরটি পাওয়ার পর সাকিব উদ্বিগ্ন হয়ে পড়েন দক্ষিণ আফ্রিকায়। তিনি নিয়মিত খোঁজখবর নিচ্ছেন দেশে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে।
এরই মধ্যে খবর বেরিয়েছিল সাকিব হয়তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওয়ানডে না খেলেই দেশে ফিরবেন পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতে। তবে জানা গেছে সাকিব দেশে ফেরার সিদ্ধান্ত নেননি। আগামী বুধবার সিরিজের তৃতীয় ওয়ানডে খেলে তবেই হয়তো দেশে ফিরবেন।
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের সাথে থাকা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন সাংবাদিকদের জানিয়েছেন সাকিব সিরিজের তৃতীয় ম্যাচটি খেলার সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু সিরিজ এখন ড্র তাই সাকিব চান সিরিজটি জিততে। আর সিরিজ জিততে সাকিবকে যে খুব বেশি দরকার সেটা অকপটেই বললেন সুজন। সিরিজের তৃতীয় ওয়ানডে খেলে সাকিব দেশে ফিরতে পারেন।
সাকিবের পরিবারের সদস্যদের শারীরিক অবস্থা কোন দিকে যাচ্ছে তার ওপরই নির্ভর করবে সাকিব টেস্ট সিরিজের আগে দেশে ফিরবেন নাকি থাকবেন। তবে সবকিছু পর্যবেক্ষণের মধ্যে রয়েছে বলে জানান সুজন।