৯ বছর আত্মগোপনে থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মীরসরাই প্রতিনিধি | শনিবার , ১১ মে, ২০২৪ at ৬:৫০ পূর্বাহ্ণ

মীরসরাইয়ে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রমজান আলী বাপ্পীকে (৩০) দীর্ঘ ৯ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন ওয়াসার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার রমজান আলী উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর গ্রামের ছালেহ আহম্মদের ছেলে। তিনি দীর্ঘদিন চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে ছদ্মনামে আত্মগোপনে ছিলেন। জানা গেছে, ২০১৪ সালের ২৩ জানুয়ারি বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ এবং প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলায় বিচার প্রক্রিয়া শেষে আদালত আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের ঘোষণা দেন।

র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, গ্রেপ্তার এড়াতে রমজান ছদ্মনামে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন ওয়াসার মোড় এলাকায় অবস্থান করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রমজান আলী বাপ্পীকে র‌্যাব হস্তান্তর করেছে। শুক্রবার দুপুরে তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগোয়ালপাড়ায় ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধবেলভিউ হাসপাতাল ও চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোর সমঝোতা স্মারক চুক্তি