৯ পরিবার নিঃস্ব নগদ বিশ লক্ষ টাকা পুড়ে ছাই

হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:৩৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে। গতকাল রাত আনুমানিক আটটার দিকে উপজেলার ২ নং ধলই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের তুফান আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষাধিক টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ২০ লক্ষাধিক নগদ টাকাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল রাত আটটার দিকে উপজেলার ২ নং ধলই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জনৈক তুফান আলীর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিখান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে হাটহাজারী থেকে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, আবুল কালাম, আবুল কাশেম, আবুল হাশেম, মোহাম্মদ জাফর, মোহাম্মদ নোমান, শরিফুল আলম বাবু, মোহাম্মদ রফিক, নূর নাহার বেগম, ও কালামিয়া।

পূর্ববর্তী নিবন্ধসব আমাদের নিয়ন্ত্রণে নেই, দলগুলোরও দায়িত্ব আছে : সিইসি
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে আগুনে পুড়ল ১৭ দোকান ও গুদাম