৯০০ মিলি ফর্টিফাইড সয়াবিন তেলের বোতলে ৮২০ মিলি সুপার পাম তেল

কারখানাকে দুই লাখ টাকা জরিমানা, সিলগালা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ at ১০:৪১ পূর্বাহ্ণ

নগরীর কালুরঘাট এলাকায় নানা অনিয়মের দায়ে পাঁচ প্রতিষ্ঠানকে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম। গতকাল পরিচালিত এ অভিযানে সাকসেস অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বোতলজাতকরণ কারখানায় গিয়ে দেখা যায়, ৯০০ মিলিলিটারের বোতলে ৮২০/৮৩০ মিলিলিটার সুপার পাম তেল দিচ্ছে। কিন্তু বোতলের লেভেলে ফর্টিফাইড সয়াবিন তেলের বিজ্ঞাপন দিচ্ছে। লিটার হিসেবে তারা প্রতি লিটার ২২৫ টাকা দরে বাজারজাত করছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ভিটামিন এ সহ বিভিন্ন মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করছে। এ সকল কারণে প্রতিষ্ঠানটিতে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং সাময়িক সময়ের জন্য প্রতিষ্ঠানটি সিলগালা করে মোড়কজাত কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে কাজীর হাট এলাকায় অবস্থিত মেসার্স আল্লাহর দান স্টোরে ক্রেতার কাছে অধিক মূল্যে খোলা সুপার তেল বিক্রয় করা ও বোতলজাত সয়াবিন তেল লুকিয়ে রাখার কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই এলাকায় মেসার্স মালতি স্টোরে অধিক মূল্যে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স বিসমিল্লাহ স্টোরে সুপার পাম তেল নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে (১৯০ টাকা/লিটার) বিক্রি করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং একই অপরাধে অন্য একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক ফয়েজ উল্যাহ।

পূর্ববর্তী নিবন্ধদেহদানের সিদ্ধান্ত বদল কবীর সুমনের, ইসলামি রীতিতে হবে কবর
পরবর্তী নিবন্ধহাজার বছরের ইতিহাসে প্রথমবার উইন্ডসর ক্যাসেলে উন্মুক্ত ইফতার