৮ মাস পর উৎপাদনে সিইউএফএল

যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকট

আনোয়ারা প্রতিনিধি | মঙ্গলবার , ১৫ অক্টোবর, ২০২৪ at ৬:১২ পূর্বাহ্ণ

প্লান্টের রিসাইকেল সলিউশন পাম্পে যান্ত্রিক ত্রুটির কারণে ৮ মাস বন্ধ থাকার পর উৎপাদনে গেল চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল)। গত রবিবার দিবাগত রাত ১ টায় এ কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেন সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান।

জানা যায়, বিসিআইসি পরিচালনাধীন দেশের বৃহত্তম শিল্প সারকারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) কারখানাটি বিগত ৮ মাস ধরে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটসহ নানা কারণে বন্ধ থাকায় দৈনিক গড়ে আড়াই কোটি টাকার বেশি লোকসান দিয়েছে। ২ হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন এ কারখানাটি বর্তমানে ১৭ শ মেট্রিক টনের বেশি উৎপাদন করতে পারে না। প্লান্টের রিসাইকেল সলিউশন পাম্পে ত্রুটির কারণে কারখানাটি চালু করা সম্ভব হয়নি। বর্তমানে ৩ কোটি টাকা ব্যয়ে রিসাইকেল সলিউশন পাম্পের কাজ সম্পন্ন করে গত রবিবার রাত ১ টায় কারখানাটি পুনরায় চালু করা হয়। এর আগে, ২০২২ সালের নভেম্বর মাসে গ্যাস সংকট ও কারখানার যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ ১১ মাস ২০ দিন কারখানার উৎপাদন বন্ধ ছিল। পরে গত বছরের ৫ নভেম্বর কারখানায় পুনরায় উৎপাদন শুরু হয়। গত ৭ ফেব্রুয়ারি রাত থেকেই আবারো যান্ত্রিক সমস্যার গ্যারাকলে পড়ে কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটের কারণে সিইউএফএলের ইউরিয়া উৎপাদন বন্ধ ছিল। গত রবিবার রাত ১টা থেকে ইউরিয়া উৎপাদন পুনরায় শুরু হয়েছে। তবে দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় প্রতিষ্ঠানটিতে ব্যাপক হারে আর্থিক ক্ষতি হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা হচ্ছে
পরবর্তী নিবন্ধস্ত্রী ও সন্তানের নামেও বিপুল সম্পদ গড়েছেন লেদু