৮০ বছর বয়সেও অমিতাভ শাহেনশাহ

| মঙ্গলবার , ১১ অক্টোবর, ২০২২ at ৬:০৬ পূর্বাহ্ণ

ভারতের মুম্বাইতে জুহু এলাকায় দুইটি ভবন দাঁড়িয়ে আছে যেগুলোকে অবশ্যই ভারতীয় সিনেমার মন্দির হিসাবে গণ্য করতে হবে। অনেক দামি কোনো বাংলো এই কাঠামোগুলোকে টক্কর দিতে পারবে। প্রশ্ন হলো কে থাকেন এই ভবনগুলোতে? এমন একজন বিখ্যাত অভিনেতা থাকেন যিনি সাধারণ মানুষের আকাঙ্ক্ষাগুলোকে খুব নিখুঁতভাবে সিনেমার পর্দায় তুলে ধরেন। তিনি অমিতাভ বচ্চন। ১৯৬৯ থেকে বিভিন্ন চরিত্র উপস্থাপন করে সব বয়সের অনেক প্রজন্মের চলচ্চিত্র দর্শকদের মুগ্ধ করে আসছেন। এই বাড়ির বাইরের রাস্তার সামনে এলেই গাড়ির গতি কমে যায়, যাতে যাত্রীরা দ্রুত ছবি তুলতে পারেন। তা কাঠের গেটের একটি শট হলেও চলে। বাড়িটির সামনে বিশাল মাটির পাত্র রাখা থাকে। যেখান থেকে পথচারীরা পানি নিয়ে নিজেকে সতেজ করে। সেখানে দাঁড়িয়ে যেন এক অলৌকিক দৃশ্যের জন্য প্রার্থনা শুরু করেন ভক্তরা। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বাঁশি বাজাতে থাকেন যাতে বাসার সামনে অতিরিক্ত ভিড় না জমে।

পূর্ববর্তী নিবন্ধসাহিত্যে নোবেল ও কথাসাহিত্যিক আনি এরনো
পরবর্তী নিবন্ধমৌসুমীর নায়ক বাবু