৮০০ কেজি ওজনের এক হাজার বিপন্ন প্রজাতির কচ্ছপ উদ্ধার

| মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ at ৫:১৩ অপরাহ্ণ

বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট চাঁদপুর জেলার শাহরাস্তি এলাকার কালীবাড়ি রোডের একটি গুদামে অভিযান চালিয়ে তিনটি বিপন্ন প্রজাতির প্রায় ১০০০ কচ্ছপ উদ্ধার করেছে। এসব কচ্ছপের ওজন প্রায় ৮০০কেজি।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে কাউকে আটক করতে পারেনি।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম মল্লিক অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া তিন প্রজাতির কচ্ছপের মধ্যে সুন্ধি কাছিম ৫০০ কেজি, করি কাইট্টা ২৮০ কেজি, হলুদ কচ্ছপ ২০ কেজি। সব কচ্ছপই জীবিত আছে।

তিনি বলেন, ওই এলাকার অধিবাসী ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে কুচিয়ার আড়ালে দীর্ঘদিন যাবত একটি অসাধু চক্র এই ব্যবসা পরিচালনা করে আসছে। কচ্ছপগুলো বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য গুদামটিতে জমানো হয়েছিল বলে তদন্তে জানা গেছে।

অসীম বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অবুযায়ী উদ্ধার হওয়া কচ্ছপের প্রজাতিগুলো সংরক্ষিত। আইন অনুযায়ী কচ্ছপ পালন, বহন ও বিক্রয় দন্ডনিয় অপরাধ। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে ও জড়িতদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশে এত বড় কচ্ছপের চালান আগে কখনো আটক হয়নি। বর্তমানে কচ্ছপগুলো বন বিভাগের তত্ত্বাবধানে আছে। কচ্ছপগুলো প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ৭৯ নাবিকসহ দুই নৌযান ভারতে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আলোচিত বাবুল হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার