মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর জাসাসের উদ্যোগে গতকাল সোমবার জেলা শিল্পকলা একাডেমিতে গ্র্যাফিতি কর্মসূচি উদ্বোধন করা হয়। যৌথভাবে কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান। শিল্পকলা একাডেমি চত্বরে মহানগর জাসাসের আহ্বায়ক এম এ মুছা বাবলুর সভাপতিত্বে ও মামুনুর রশিদ শিপনের সঞ্চালনায় গ্রাফিতি কর্মসূচির উদ্বোধন করে এরাশাদ উল্লাহ বলেন বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস জাতির ঐক্যের দিন। এই চেতনাকে ধারণ করে আবার জাতীয় ঐক্য পুনঃস্থাপিত করতে হবে। এই মহান বিপ্লবকে খাতাপত্র থেকে মুছে ফেলা হলেও দেশের মানুষের মন থেকে মুছে দেওয়া যায়নি। করেছিলেন। সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ৭ নভেম্বরের গণ অভ্যুত্থানের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করেন এবং দ্রুত বাংলার মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দেন। এতে উপস্থিত ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, নিয়াজ মোহাম্মদ খান, মো. জাফর, শেখ জামিল হোসেন, সৈয়দ জিয়াউদ্দিন,জমির উদ্দিন নাহিদ, মহিউদ্দিন মহিন, মহিউদ্দিন জুয়েল, শরীফ মোহাম্মদ গোলাম কিবরিয়া, জহির হোসেন, নাহিদা আক্তার নাজু,আব্দুল হান্নান শিবলী, রিপন ভাণ্ডারী, ইকবাল হোসেন, আব্দুল আউয়াল, এস বি সুমি, ফারজানা পারু, তানিয়া আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।