অবৈধ ব্যাটারি চালিত রিক্সা বন্ধসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে মহানগরী রিক্সা মালিক পরিষদ গতকাল সোমবার নগরীর প্রেসক্লাবে সাংবাদ সম্মেলন করেছে। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য দেন, পরিষদের প্রধান উপদেষ্টা নজরুল ইসলাম সরকার। ৭ দফা দাবি উপস্থাপন করে তিনি বলেন, পুলিশ প্রশাসন অবৈধ ব্যাটারি রিকশা বন্ধ না করে বরং চোর পুলিশ খেলায় মত্ত।
তাই আমরা বাধ্য হয়ে আজকে এখানে সমবেত হয়েছি এবং ৬ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত দাবি মাস ঘোষণা করছি। এই সময়ে এলাকায় এলাকায় সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল করে রাজপথে দুর্বার গণআন্দোলনের প্রস্তুতি গ্রহণ করা হবে।
এই সময়ে যদি প্রশাসন অবৈধ ব্যাটারি চালিত রিক্সা বন্ধসহ ৭ দফা দাবি পূরণ না করলে ৭ জুলাই চট্টগ্রাম মহানগরীতে অর্ধ দিবস রিক্সা ধর্মঘট পালন করা হবে। ৭ জুলাই সকাল ১১ টায় পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়ে আন্দোলনের পরবর্তী কর্মসূচিসহ আদালত অবমাননার মামলা করে আন্দোলনের বিজয় সূচিত করে রিঙা মালিকরা ঘরে ফিরে যাবে।