যেদিন আল্লাহ্ একত্রিত করবেন রসূলগণকে অতঃপর বলবেন, ‘তোমরা কি জবাব পেয়েছো? (তাঁরা) আরয করবেন, আমাদের কোন জ্ঞান নেই, নিঃসন্দেহে আপনিই সমস্ত অদৃশ্য সম্বন্ধে খুব জ্ঞাত।’
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:১০৯) সূরা মা–ইদাহ।
মানুষ স্বভাবতইঃই হারাম বস্তুর প্রতি অধিকতর লোভী হইয়া থাকে।
– আল–হাদিস (ছগির)
ভালো ব্যবহার করতে গেলে ছোট ছোট স্বার্থ ত্যাগ করতেই হয়।
– ইমারসন।