যখন তারা আল্লাহর নামে শপথ করে বলবে, যদি তোমাদের কোনরূপ সন্দেহ হয়, এ মর্মে যে ‘আমরা শপথের বিনিময়ে কোন সম্পদ ক্রয় করবো না,
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:১০৬) সূরা মা–ইদাহ।
সেই সুখী, যে মূর্খতা ত্যাগ করিয়াছে, উত্তম দ্রব্য গ্রহণ করিয়াছে এবং ন্যায্যভাবে কাজ করে।
– আল–হাদিস (ছগির)
যেখানে নিয়ম বলে কিছু নেই সেখানে ব্যতিক্রম বলে কিছু নেই।
– উইলিয়াম হ্যাজেনিট।