যে পথভ্রষ্ট হয়েছে যখন তোমরা সৎপথে থাকো। তোমাদের সবার প্রত্যাবর্তন আল্লাহ্রই দিকে। অতঃপর তিনি তোমাদেরকে বলে দেবেন যা তোমরা করেছিলে।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:১০৫) সূরা মা–ইদাহ।
হযরত রাছুলুল্লাহর (সাঃ) এর সম্মুখে যখনই কোন বিপদ উপস্থিত হইত, তখনই তিনি নামাজ পড়িতেন।
– আল–হাদিস (আবু দাউদ)
ধৈর্য এবং শিষ্টতা হচ্ছে শক্তি।
– লে হান্ট।