তারা সেগুলোর মধ্যে সর্বদা অবস্থান করবে। এটা পুরস্কার সৎকর্মপরায়ন লোকদের।
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:৮৫) সূরা মা–ইদাহ।
কোরান শরীফে ত্রিশ আয়াতের একটি সুরা আছে। উহা পাঠকদের জন্য ক্ষমা না করা পর্যন্ত অনুরোধ করিতে থাকে। উহার নাম সুরা মুলক।
– আল–হাদিস (মোসলেম)
প্রকৃতির আইন সর্বক্ষেত্রেই মানব কল্যাণের জন্য নিবেদিত।
– ফ্রান্সিস বেকন।