৭৮৬

| মঙ্গলবার , ৬ জুন, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

নিশ্চয় ওইসব লোক, যারা নিজেদেরকে মুসলমান বলে এবং অনুরূপভাবে ইহুদী, নক্ষত্র পূজারীগণ এবং খ্রীস্টানগণ;

আলকোরানের বঙ্গানুবাদ (:৬৯) সূরা মাইদাহ।

আত্মগর্ব এমন একটি জঘন্য পাপ, যাহা সত্তর বৎসরের নেক আমলকে বরবাদ করিয়া দেয়।

আলহাদিস (দায়লামী)

যারা আত্ম প্রশংসা করে খোদা তাহাদের ঘৃণা করেন।

সেন্ট ক্রিসেন্ট।