৭৮৬

| রবিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

আল্লাহ তা দ্বারা সরল পথ প্রদর্শন করেন তাকেই, যে আল্লাহর সন্তুষ্টি মোতাবেক চলে নিরাপত্তার পথে এবং তাদেরকে অন্ধকার গলি থেকে বের করে) আলোর দিকে নিয়ে যান স্বীয় নির্দেশে; এবং তাদেরকে সোজা পথ দেখান।

আলকোরানের বঙ্গানুবাদ (:১৬) সূরামাইদাহ।

যাহারা একমুখে দুই কথা বলে, তাহারা মানুষের মধ্যে সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি।

আলহাদিস (বোখারী, মোসলেম)

প্রতিদিন আমাদের এমনভাবে কাটান উচিত যেন আজই শেষ দিন।

সেনেকা।