হে কিতাবীরা! নিশ্চয় তোমাদের নিকট আমার এ রসূল তাশরীফ এনেছেন, যিনি তোমাদের নিকট প্রকাশ করে দেন ওই সব বস্তু থেকে অনেক কিছু;
– আল–কোরানের বঙ্গানুবাদ (৫:১৫) সূরা– মা–ইদাহ।
জুমার দিবসের শুভ মুহূর্তটিকে আসরের পর হইতে সূর্যাস্ত কাল পর্যন্ত অন্বেষন কর।
– আল–হাদিস (তিরমিজী)
খ্যাতি ধরে রাখতে পারলে তা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়।
– সুইফট।