এবং ওই রসূলগণকে (প্রেরণ করেছি) যাদের উল্লেখ আমি আপনার নিকট পূর্বে করেছি আর ওই সব রসূলকে যাদের উল্লেখ আপনার নিকট করিনি। আর আল্লাহ মূসার সাথে প্রকৃত অর্থে কথা বলেছেন।
– আল-কোরানের বঙ্গানুবাদ (৪:১৬৪) সূরা নিসা।
জুমার রাত্রি সর্বাপেক্ষা উজ্জ্বল এবং জুমার দিবস সর্বাপেক্ষা দীপ্তিময়।
– আল-হাদিস (বায়হাকী)।
প্রতিকূলতা মানুষকে চালাক করে, যদিও ধনী করে না।
– টমাস ফুলার।