কিতাবীদের একটা দল আন্তরিকভাবে এ কামনা করে যে, যে কোন প্রকারে তোমাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বে। আর তারা নিজেরাই নিজেদেরকে পথভ্রষ্ট করে এবং তাদের অনুভূতি নেই।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৬৯) সূরা আ-ল-ই ‘ইমরান’।
আল্লাহর প্রিয় বান্দাদের প্রসঙ্গ আলোচনাকালে আল্লাহর রহমত নাজেল হয়।
– আল-হাদিস (ছগির)
অন্যায় করে লজ্জিত না হওয়া আরেক অন্যায়।
– সক্রেটিস।