আর আমি মৃতকে জীবিত করি আল্লাহর নির্দেশে এবং তোমাদেরকে বলে দিই, যা তোমরা আহার করো আর যা নিজ নিজ ঘরে জমা করে রাখো।
– আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৪৯) সূরা আ-ল-ই ‘ইমরান’।
হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ) বলিয়াছেন- হযরত রাসূলুল্লাহ (সাঃ) যখন এতেকাফ করার ইচ্ছা করিতেন, তখন তিনি ফজরের নামাজ পড়ার পরে এতেকাফের স্থানে গমন করিতেন।
– আল-হাদিস (ইবনে মাজা, আবু দাউদ)
সেই আনন্দই যথার্থ আনন্দ যা দুঃখকে অতিক্রম করে আমাদের কাছে আসে।
– নিক্সন ওয়াটারম্যান।