এবং আমি তার নাম মরিয়ম রাখলাম। আর তাকে এবং তার বংশধরকে তোমার আশ্রয়ে দিচ্ছি বিতাড়িত শয়তান থেকে।
-আল-কুরআনের বঙ্গানুবাদ (৩:৩৬) সূরা আ-ল-ই ‘ইমরান’।
যাহার মধ্যে তিনটি গুণ থাকিবে, আল্লাহ তাহার মৃত্যু সহজ করিবেন এবং তাহাকে বেহেশতে প্রবেশ করাইবেন। দুর্বলের প্রতি সদয় ব্যবহার, মাতা-পিতার প্রতি সদ্ব্যবহার এবং ক্রীতদাশের প্রতি করুণা।
– আল-হাদিস (তিরমিজী)।
স্বাস্থ্য এবং টাকা দুটোই ক্ষণস্থায়ী, দুটো নিয়ে কখনো অহংকার করা উচিত নয়।
-চার্লস ফার্গুসন।